যশোরে পৃথক হামলায় চার জন জখম

যশোরে পৃথক প্রতিপক্ষের হামলায় চার জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলো, সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সবুজ হোসেন (১৯), আজহার মন্ডলের ছেলে ফয়সাল ইসলাম (২৮), মাসুদ রহমান (৩৫) ও শহরের আশ্রম রোড এলাকার সৌরভ হোসেনের ছেলে ইয়াছিন আলম (২৭)।

আহত মাসুদ জানান, তারা কিছুদিন আগে প্রতিবেশি রফিকুল ইসলাম রফিক গাজীর কাছ থেকে ছয় শতক জমি কিনেছেন। এক সপ্তাহ আগে ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। রোববার দুপুর ২টার দিকে স্থানীয় সন্ত্রাসী টুটুল সরদার তার বাড়িতে হামলা করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার টুটুলের নেতৃত্বে সাইদসহ সাত-আট জন তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় সবুজ ও ফয়সাল বাধাদিতে আসলে হামলাকারীরা তাদের কেউ পিটিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ছয় টায় আশ্রম রোড এলাকার ইয়াছিন আলম বাড়ির সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরধরে একই এলাকার ট্যাটু সুমন, জাফর, তৌহিদসহ চার-পাঁচ জন তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।