যশোরের অভয়নগরে ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯মার্চ) সকালে অভয়নগর উপজেলা পরিষদ সভাকক্ষে নিবার্হী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি ভূমি কমিশনার কে এম রফিকুল ইসলাম, নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজ অধ্যাক্ষ রবিউল হাসান।
এসময় উপস্থিত ছিলেন অভয়নগর মুক্তিযোদ্ধা সংসদের সদস্যগণ, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অধ্যাক্ষ মহিদুল ইসলাম টোকন, আব্দুল লতিফ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নওয়াপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নাজমুল হুসেইন খান বলেন, করোনা ভাইরাস বাংলাদেশে সনাক্ত হওয়ার কারনে আগামি ১৭মার্চ ব্যাপক জনসমাগম না করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি গ্রহনের সিদ্ধান্ত হয়।
এসময় করোনা ভাইরাস সর্ম্পকে সচেতনতা মুলক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আরএমও ডা:মাহামুদুর রহমান রিজভী।