যশোরের চুড়ামনকাটিতে প্রতিপক্ষের হামলায় দু’সহদর আহত

যশোরের চুড়ামনকাটি ছাতিয়ানতলায় প্রতিপক্ষের হামলায় দু’সহদর আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলো, ওই গ্রামের শহিদুল ইসলাম ওরফে বাহাদুরের ছেলে উজ্জ্বল হোসেন (৩৫) ও ইমরান হোসেন (২৬)।

আহত উজ্জ্বল জানান, তাদের সাথে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবেশি ইয়াছিন নামে এক যুবকের সাথে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকাল সাড়ে চার টায় ইয়াছিন, মোনায়েমসহ চার-পাঁচ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা করে দু’সহদরকে মারপিট করে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।