ভারতে করোনায় প্রথম মৃত্যু

coronavirus

করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ভারত প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্নাটকের কালবুর্গি জেলায় এই ভাইরাসে মৃত্যুর মুখে পতিত হয়েছেন ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লু। এ খবর দিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, ওই ব্যক্তি গত ২৯শে ফেব্রুয়ারি সৌদি আরব থেকে দেশে ফেরেন। তাকে হায়দ্রাবাদ বিমানবন্দরে পরীক্ষা করা হয়েছিল। কিন্তু সেসময় তার মধ্যে কোনো লক্ষণ ধরা পড়েনি। পরবর্তীতে ৫ই মার্চ অসুস্থ হলে তিনি কালবুর্গির একটি বেসরকারি হাসপাতালে যান। সেদিনই শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারণে তাকে ভর্তি করা হয় ও তার শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করা হয়। তিনদিন পর তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেদিনই তাঁকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান বাড়ির লোকেরা। রাত ১০.৩০টায় তার মৃত্যু হয়। তবে কেন সম্ভাব্য করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে রোগীকে নিয়ে যেতে দিল তা পরিষ্কার নয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতে এই মুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪। এর মধ্যে ১৭ জন বিদেশি রয়েছেন। ভাইরাসটির সংক্রমণ রোধে বুধবার সরকার আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা স্থগিত করে দেয়া হয়। একমাত্র কূটনৈতিক, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সংগঠন, সরকারি, চাকরি এবং প্রজেক্টের ক্ষেত্রকে ছাড় দেয়া হয়েছে। এদিন রাতে করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে অ্যান্টার্কটিকা ছাড়া বাকি ছয়টি মহাদেশেই।

বৃহস্পতিবার করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল, স্কুল, এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার, যদি না সেখানে পরীক্ষা চালু থাকে। আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনও।