গাঁজা ও ইয়াবাসহ যশোরে তিন মাদক বিক্রেতা আটক

যশোর পুলিশ ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, শহরের কাজিপাড়া মানিকতলা এলাকার ফরিদ আহমেদের ছেলে আসিফ আহমেদ অনিক (২৯), সদর উপজেলার ছোট দোগাছিয়া গ্রামের মৃত বাহের আলী সরদারের ছেলে মশিয়ার রহমান (৪০) ও চট্টগ্রাম জেলার রাউজান থানার কেফটিয়া দেহারী পাড়ার মৃত রামপদ নাথের ছেলে আশুতোষ নাথ। পুলিশ অনিককে ইয়াবা, মশিয়ারকে গাঁজা ও র‌্যাব আশুতোসকে উয়াবাসহ আটক করে।

পুরাতন কসবা ফাঁড়ির এস আই সুকুমার কুন্ডু জানান, তারা গোপন সংবাদ আরবপুর বিমান বন্দর সড়কের মেসার্স বিসমিল্লাহ ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক বিক্রেতা ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনিক পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাকে আটক করা হয়। তার প্যান্টের ডান পকেট থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্দার করা হয়।
আটক অনিক পুলিশের কাছে স্বীকার করে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। আটকের দিনও তিনি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। ইয়াবা উদ্ধারের ঘটনায় ফাঁড়ির এ এস আই শাহিনুর রহমান বাদি হয়ে ঘটনার রাতে মামলা করেন।

সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মুন্সি আনিচুর রহমান জানান, তিনি গোপনে সংবাদ পান সদর উপজেলার দোগাছিয়া গ্রামের কাজি শাহেদ আহম্মেদে মডেল কলেজের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক দ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে মশিয়ারকে আটক করা হয়। তার শরীর তল্লাসি করে পরিহিত লুঙ্গির বাম কোমর থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় ফাঁড়ির এ এস আই সুমারেশ কুমার বাদি হয়ে ওই রাতে কোতয়ালি থানায় মামলা করেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড নিউ মার্কেট মোড়ের বলাকা হোটেলের সামনে থেকে আশুতোষ নাথকে আটক করে। পরে তার দখল হতে ৫শ’ ৩পিস ইয়াবা উদ্ধার করে।