সম্প্রতি চীন সহ সারা বিশ্বের ১৪৫ টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নতুন করে বাংলাদেশও করোনা ভাইরাস আক্রান্তে দেশ হিসাবে যুক্ত হয়েছে। করোনা প্রভাবে ব্যবসা-বাণিজ্য সহ সকল স্তরে পৌঁছেছে। করোনা আতংঙ্কে রূপদিয়া অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে দিনদিন কমতে শুরু হয়েছে ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যাও।
সরকারের তরফ থেকে বাংলাদেশের কোনো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছুটি ঘোষণার কোনো নির্দেশনা না আসলেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রিয় সন্তানদের নিরাপত্তার চিন্তায়, আতংঙ্ক গ্রহস্থ হয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি বিশ্বের ১৪৫টি দেশে নতুন এই মহামারী ভাইরাসে লক্ষ-লক্ষ লোক আক্রান্ত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশও এই ভাইরাসে আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া মহামারী আকার ধারনেও চরম ঝুকিতে রয়েছে অন্যান্য দেশের মত বাংলাদেশও।
এব্যাপারে অত্রঅঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ বলেন, সম্প্রতি এই করোনা ভাইরাসের খপ্পোরে পৃথিবীর প্রায় ১৪৫টি দেশের ১লাখ ৪৫ হাজার ৫৩৭ জনের বেশি বলে গণমাধ্যম থেকে জান্তে পেরেছি। তবে আমাদের এলাকায় এখনো এরোগে আক্রান্তের খবর সোনা যায়নি। আর এতে আতংঙ্কের কিছু নেই সবার মাঝে একটু সচেতনতার দরকার। তবে আতংঙ্কে অনেকে বিদ্যালয়ে আসছেনা বয়কি। আর এখনই বিদ্যালয় বন্ধের মত কোনো পরিস্থিতি আসেনি এবং উর্দ্ধতন মহলের কোনো নির্দেশনাও আসেনি বলে বক্তব্য দেন অঞ্চলের একটি মাত্র নারী বিদ্যাপীঠ রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর।