স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দুই হাজার করোনাভাইরাস আক্রান্ত রোগীকে বর্তমানে চিকিৎসা দেয়ার ব্যবস্থা রয়েছে। বড় পরিসরের প্রয়োজন হলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইজতেমা ময়দানে কোয়ারেন্টাইনে সন্দেহভাজনদের নেয়া হবে। এবং সেখানে চিকিৎসা দেয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৫ হাজার জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, শিবচর এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি। অবস্থার অবনতি হলে এ এলাকাগুলো লকডাউন করা হবে।
তিনি বলেন, ঢাকা শহরের আরও কয়েকটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। যেখানে ২ হাজার বেড হবে। এ ছাড়া বিশ্বইজতেমা ময়দান সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রস্তুত করা হচ্ছে।