যশোরের মণিরামপুরে বাল্য বিয়ের অনুষ্ঠান থেকে শাশুড়ি-জামাইকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোদলাপাড়া গ্রামে কনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক দুই জন হলেন, কনের মা রিপা বেগম ও বর সবুজ হোসেন।
রিপা বেগম কোদলাপাড়া গ্রামের মালোয়েশিয়ান প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী এবং সবুজ হোসেন শার্শার রামচন্দ্রপুর গ্রামের নেহাল উদ্দিনের ছেলে। সবুজ বাংলাদেশ রেলওয়েতে কর্মরত।
পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাইয়েম হাসান উপজেলা সদরে নিজ কার্যালয়ে নিয়ে যান। সেখানে আদালত পরিচালনা করে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
আদালতের বেঞ্জ সহকারী সার্ভেয়ার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
সার্ভেয়ার আব্দুল মান্নান ও স্থানীয়রা জানান, নজরুল ইসলামের মেয়ে রুনা খাতুন গাঙ্গুলিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার মূল বয়স ১৭ বছর। কিন্তু মা রিপা বেগম মেয়ের বয়স ১৮ বছর এক মাস দেখিয়ে ভূয়া জন্মসনদ তৈরি করেন। গত মঙ্গলবার (১৭ মার্চ) ঝিকরগাছায় এক কাজির বাড়িতে নিয়ে সবুজ হোসেনের সাথে রুনার বিয়ে দেন তিনি। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেয়েকে তুলে দেওয়ার জন্য বাড়িতে বিয়ের আয়োজন করেন রিপা বেগম। খবর পেয়ে এসিল্যান্ড সাইয়েমা হাসান বিকেল তিনটার দিকে সেখানে অভিযান চালান।
এসময় খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
সার্ভেয়ার আব্দুল মান্নান বলেন, বয়স জালিয়াতি করে বাল্য বিয়ে সম্পাদন ও আয়োজন করায় রিপা বেগমকে ৩০ হাজার ও বর সবুজ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।