‘ইচ্ছে থাকলেই উপায় হয়। তাইতো ইচ্ছে শক্তি দিয়েই মানুষের সেবা করার ব্রত নিয়ে কাজ করে চলেছে যশোরের ‘ইচ্ছে’ নামে একটি সেচ্চাসেবী সংগঠন।
করোনাভাইরাসের এই ভয়াবহ সময়েও বসে নেই এই সংগঠনটি। যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা গ্রামে সচেতনতামূলক প্রচারণা ও বিভিন্ন উপকরণ নিয়ে হাজির হন সেখানে। মঙ্গলবার ও বুধবার তারা ক্ষেত্রপালা গ্রামে তাদের কর্মযজ্ঞ পরিচালনা করেন। ইচ্ছে সংগঠনের কর্মকান্ডে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষেত্রপালা গ্রামবাসী।
করোনাভাইরাস প্রতিরোধে এ গ্রামের তিন শতাধিক বাড়িতে নিজেদের তৈরী জীবাণুনাশক হ্যান্ডওয়াস, সাবান ও মাস্ক বিতরণ করেন। এলাকার বিভিন্ন মসজিদের ওযুখানায় দেওয়া হয় হাত ধোয়ার সাবান। এছাড়া গ্রামটির ভিতরে ঘুরে ঘুরে জীবাণুনাশক ছিটিয়ে দেয় সংগঠনের কর্মীরা। পণ্য বিতরণ ও প্রচারণায় ভিন্নতা লক্ষ্য করা যায়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পিয়াল হাসান স্বাধীণ জানান, সংগঠনের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে পণ্য বিতরণের পর হাত ধোয়ার নিয়ম, মাস্ক পড়ার নিয়ম সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। এ সময় করোনাভাইরাস সম্পর্কে রটানো গুজবের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন কর্মীরা। বলা হয় ঘরে থেকে সঠিকভাবে নিয়ম মেনে চললেই মরণঘাতী এ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সাজেদুল ইসলাম শুভ্র, সহ-সভাপতি মৃত্তিকা বিশ্বাস, সাধারণ সম্পাদক শফিউল্লাহ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আরিয়ান সবুজ প্রমূখ।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দু’দিন আগে এই গ্রামের (ক্ষেত্রপালা) খালেদুর রহমান কচি নামে এক যুবকের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণের খবর ওয়ান নিউজ বিডিতে “করোনা প্রতিরোধযুদ্ধের সৈনিক বাঘারপাড়ার কচি” শিরোনামে প্রকাশ হয়। কচির এই অনন্য উদ্যোগকে স্বাগত জানাতেই তারা বেছে নেন ক্ষেত্রপালা গ্রাম।
- আরো পড়ুন