করোনাকালে বাফুফের ক্ষতি ৫ থেকে ৭ কোটি টাকা!

করানোভাইরাসের নেতিবাচক প্রভাবটা সবখানেই। চলমান লকডাউনে জন-জীবন স্থবির হয়ে আছে। একই দশা ক্রীড়াঙ্গনেও। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বলা কঠিন। কিন্তু চলমান পরিস্থিতিতে ক্ষতিও কম হচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এর বাইরে নয়। তারা দাবি করছে, চলমান পরিস্থিতিতে বাফুফের ক্ষতি হয়েছে ৫ থেকে ৭ কোটি টাকা!

করোনার আগে প্রিমিয়ার ফুটবল লিগ, মেয়েদের ফুটবল লিগসহ চলছিল জাতীয় চ্যাম্পিয়নশিপ ও স্কুল ফুটবল। এছাড়া পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপে সবকিছু এখন স্থগিত। যে কারণে বড় রকমের আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে বাফুফে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমাদের যে লিগগুলো চলছিল। এছাড়া স্কুলসহ অন্য যে প্রতিযোগিতাগুলো ছিল, সবই এখন বন্ধ। করোনার কারণে কবে আবার এগুলো শুরু হবে, তা বলা কঠিন। এর জন্য আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। বলতে পারেন, সবকিছুর জন্য পাঁচ থেকে সাত কোটি টাকা ক্ষতি হয়েছে।’

আর্থিক ক্ষতির বিষয়ে ফিফা ও এএফসিকে জানানো হয়েছে। এমন তথ্য দিয়ে সোহাগ বলেছেন, ‘এই আর্থিক ক্ষতির বিষয়ে আমরা ফিফা ও এএফসিকে জানিয়েছি। এখন দেখা যাক সেখান থেকে কোনও সহযোগিতা পাই কি না। তার ওপর প্রিমিয়ারের ক্লাবগুলো আর্থিক সহযোগিতা চেয়েছে। আশা করছি, ফিফা-এএফসি থেকে ইতিবাচক সাড়া পাবো।’

অবশ্য এরই মধ্যে করোনা ইস্যুতে ফিফা তার প্রত্যেক সদস্য দেশকে পাঁচ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘আমরা বার্ষিক বরাদ্দ যেটা পেতাম, তারই একটি অংশ আগে-ভাগে পাচ্ছি। করোনার জন্য অতিরিক্ত কোনও অর্থ পাচ্ছি না। এই অর্থের হিসেবও দিতে হবে আগের মতোই। এই অর্থ দিয়ে আমাদের দৈনন্দিন যে খরচ আছে, সেটা মেটানো হবে।’