বাতিলই হয়ে যেতে পারে অলিম্পিক

করোনাভাইরাসের প্রকোপ যদি না কমে তাহলে আগামী বছর বাতিল করা হবে অলিম্পিক। আশঙ্কার কথা শোনালেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি।

চলতি বছরের জুলাইয়ে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক। কিন্তু করোনা মহামারীর জন্য তা এক বছর পিছিয়ে যায়। ঠিক হয়েছে আগামী বছরের ২১ জুলাই শুরু হবে অলিম্পিক। কিন্তু করোনার প্রকোপ না কমলে অলিম্পিক বাতিল হয়ে যাবে।

মোরি স্পষ্ট বলেছেন, অলিম্পিক পিছিয়ে ২০২২ সালে যাওয়ার কোনও প্রশ্নই নেই। যদি ২০২১ সালে আয়োজন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে অলিম্পিক। মোরির কথায়, ‘‌পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী বছর গ্রীষ্মে অলিম্পিক হবে। কিন্তু করোনার প্রকোপ না কমলে বাতিল হয়ে যাবে অলিম্পিক।’‌

মঙ্গলবার জাপান মেডিকেল সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, করোনার প্রতিষেধক আবিষ্কার না করা গেলে আগামী বছর অলিম্পিক হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে। তাঁর কথায়, ‘‌যা পরিস্থিতি তাতে অলিম্পিক আয়োজন করা খুব কঠিন আগামী বছর।’‌ তারপরেই আশঙ্কার কথা শোনান ইয়োশিরো মোরি।