যশোরের কেশবপুর উপজেলায় নতুন করে ৩জন স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মঙ্গলবার নতুন করে ডাক্তারসহ ৪ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তরা হলেন, কেশবপুর হাসপাতালের মেডিকেল অফিসার প্রদীপ্ত চৌধুরী, সহকারী মেডিকেল অফিসার আশিকুর রহমান, টি এল সি এ নাজমূল কবীর, কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ের বাসিন্দা ফিরোজ আহমেদ রিপন। এছাড়া অপর আক্রান্তরা হলো কেশবপুর হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার সনজিৎ কুমার বিশ্বাস, স্বাস্থ্য সহকারী ওয়াহেদুজ্জামান সুমন, ধর্মপুর গ্রামের বকূল বেগম, ইমাননগর গ্রামের সোহাগ হোসের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাংবাদিকদের জানান, তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল টেস্টের জন্য যশোর বিজ্ঞাণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হলে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
- আরো পড়ুন
এদিকে মঙ্গলবার কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ও বাইরের কিছু লোকের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত ৮ জনের মধ্যে ৭ জনকে কেশবপুর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। ইমাননগর গ্রামের আক্রান্ত কিশোরকে তার বাড়িতে রেখে চিকিৎসা চলছে।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন ঘোষণা করেছে। এই নিয়ে কেশবপুরে মোট ৮ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।