সংসদে দায়িত্বরত তিন পুলিশ-এক আনসার সদস্য করোনায় আক্রান্ত

জাতীয় সংসদ ভবনের নিরাপত্তায় দায়িত্বরত তিন পুলিশ ও এক আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন পুলিশ সদস্য আরিফ, বাদল, মো. খালেক এবং আনসার সদস্য মো. মাসুদ। তারা সংসদ ভবনের বটতলায় পুলিশের জন্য তৈরি করা ছাউনিতে থাকতেন।

জানা যায়, আক্রান্তদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১লা মে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হুইপ আতিকুর রহমান জানান, সংসদ ভবনের বটতলা পুলিশ রুমে মোট ৫১ জন থাকতেন। তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্পিকারের বাসায় ১২ জন ডিউটি করতেন। তাদেরকে সংসদের ৩নং ব্লকে রাখা হয়েছে। ৪জন পুলিশ সদস্যকে এমপি হোস্টেলের ৬নং ব্লকে রাখা হয়েছে। অন্যদের ৪ নং ব্লকে হোম কোয়ারেন্টিনে রাখা আছে।