আলোকিত সংগঠনের পক্ষ থেকে খাদ্য বিতরণ

করোনাভাইরাস মোকাবেলায় সরকারি ঘোষণা অনুযায়ি বন্ধ হয়ে গেছে দিনমজুর ও হত-দরিদ্রের উপার্জন। যারা দিন আনে দিন খায় উপার্জন বন্ধ হওয়ায় আজ তারা অসহায়। ছেলে-মেয়েদের নিয়ে কোন রকম কষ্ট করেই চলছে তাদের অভাবের সংসার। এই কষ্ট লাঘব করার জন্য যশোর শহরের আর.এন.রোড কয়েকজন যুবকদের নিজস্ব অর্থায়নে কর্মহীন হয়ে যাওয়া হতদরিদ্র, দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেয়ার লক্ষ্যে প্রায় ১৫০ টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য প্রদান করেন।

দু:সময়ে এই খাদ্য পেয়ে স্বস্থি প্রকাশ করেন অসহায় খেটে খাওয়া মানুষ গুলো। এদিকে যুবকদের একক প্রচেষ্টার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার স্বর্বস্তরের মানুষ। অপু, নাছিম, সোহান, শুভ, জুনায়েদ, আকাশ, পিয়াল, জুয়েল, সুজন, রিপন,দিপক সহ এলাকার যুব সমাজের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উদ্যোক্তা রাইসুল ইসলাম (অপু) বলেন, কয়েকজন যুবকের সম্মেলিত প্রচেষ্টায় ও তাদের নিজস্ব অর্থায়নে কর্মহীন কিছু মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছি।

দেশের এই পরিস্থিতিতে প্রত্যেকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো আমাদের মত অসহায়দের পাশে দাড়াবে সেই প্রত্যাশাই করেন তিনি।