ভারতে পাচার হওয়া ১৭ নারী ও ৩জন তরুন জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরেছে

ভাল কাজের লোভে দালালদের মাধ্যেমে ভারতে পাচার হওয়া ১৭ জন নারী ও তিন জন তরুন বিভিন্ন মেয়াদে (৬ মাস থেকে ১বছর) জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল হয়ে দেশে ফিরেছে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোমবার বিকাল সাড়ে ৫ টার সময় এসব পাচার হওয়া নারী ও তুরুনদের হস্তান্তর করে। এসময় উপস্থিত ছিলেন শার্শা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( ভুমি) নুসরাত জাহান এবং ভারত নিযুক্ত বাংলাদেশের নিযুক্ত উপ-হাইকমিশন বিদোষ চন্দ্র বরমন।

জেল খেটে ফেরত আসারা হলোঃ- খুলনা জেলার অনন্যা রায় (১৭) আছিয়া (২২) উর্মি আক্তার (১৮) গোপালগঞ্জ জেলার কামনা বিশ্বাস (১৬) প্রাপ্তি বিশ্বার (২৩) বৃষ্টি বারই (১৮) পুজা রায় (২১) বাগেরহাট জেলার নাদিরা শেখ (১৯) চাঁদপুর জেলার আবৃত্তি শীল (১৮) কেরানিগঞ্জ জেলার লামিয়া খাতুন (২০) জোস্না আক্তার (১৯) তৃষা আক্তার ঢাকা (২১) কাঁথা মন্ডল (২০) কুমিল্লা জেলার ফারজানা আক্তার ববি (২১) গাজিপুর জেলার তোমা রানি সুত্র ধর (৬৫) সাতক্ষীরা জেলার নাহিদ হাসান (২১) পিরোজপুর জেলার ওয়ালিদ খান (২৩) বরগুনা জেলার রাকিব হোসেন (২৩) শরিয়তপুর জেলার জগুনা বিবি (২৩)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বলেন, দালালদের প্রলোভনে পড়ে এরা পাসপোর্ট বাদে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। এরপর ভারতের পুলিশের কাছে তারা আটক হয়ে বিভিন্ন শেল্টার হোমে ছিলেন আদালতের মাধ্যেমে। বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হবে।

ফেরত আসাদের গ্রহনকারী বেসরকারী এনজিও সংস্থা জাষ্টিস এন্ড কেয়ার এর এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত বলেন, এরা ভারতের পশ্চিবঙ্গ রাজ্যে পাচার হয়ে বিভিন্ন ঝুকিপুর্ন পেশায় জড়িয়ে পড়ে । এরপর সেদেশের পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যেমে সেদেশের বেলেঘাটা, বারাসাত ও কৃষ্ণনগর শেল্টার হোমে থাকে প্রায় ৬ মাস থেকে ১ বছর। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি চালাচালির মাধ্যেমে আজ তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোলে হয়ে দেশে ফিরেছেন। ফেরত আসাদের জাষ্টিস এন্ড কেয়ার ৭জনকে রাইটস যশোর ৮জন ও মহিলা আইনজিবী সমিতি ৫জনকে গ্রহন করবে। এরা সকলে তাদের যশোর নিজ নিজ শেল্টারহোমে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর মহিলা আইনজিবী সমিতির সমন্বয়কারী রেখা বিশ্বাস বলেন পাচার এর শিকার নারী ও তরুনরা যদি আইনি ব্যবস্থা নেয় সে ক্ষেত্রে তাদের সহযোগিতা করা হবে।