যশোর সদর উপজেলা নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে তিনি সাংবাদিকদের সামনে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
প্রার্থী ফাতেমা আনোয়ার বলেন, তিনি নির্বাচিত হলে যশোর সদরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। সর্বসাধারণের জন্য তার দরজা সবসময় সবার জন্য খোলা থাকবে। সব কাজে তিনি নারীদের প্রাধান্য দেবেন। একইসাথে তিনি যশোরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে তাদের পরামর্শ নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবেন বলে জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাড. আকরাম হোসেন, অ্যাড. আফজাল হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, ওয়ার্ড কমিশনার সাইদুর রহমান রিপন, অশোক রায়সহ তার কর্মী সমর্থক ও গণমাধ্যমকর্মীরা।