যশোর খয়েরতলা বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা

যশোর খয়েরতলা বাজারে তালিকায় পণ্যের দামের গড়মিল থাকায় তিন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।

মঙ্গলবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারি পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর খয়েরতলা বাজারে অভিযান চালায়। এসময় পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না করা ও তালিকায় দামের হেরফের থাকার অপরাধে ইমন স্টোরকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ ও কামরুল স্টোরকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

বাজারে উপস্থিত সকল ব্যবসায়ীদেরকে যৌক্তিক লাভে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা ও মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করার আদেশ দেয়া হয়। একই সাথে উপস্থিত জনসাধারণেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ করা হয়। অভিযানকালে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।