মেহেরপুরে করোনায় ক্ষতিগ্রস্ত ও আসন্ন ঈদ উপলক্ষে দরিদ্র, অসহায়, দুস্থ্য মানুষের মাঝে উপহার সামগ্রি বিতরণ করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
রোববার বিকালে মেহেরপুর পৌরসভা মিলনায়তনে এই উপহার সামগ্রি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিপন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার গাজী এনামুল কবীর, পৌর কাউন্সিলর আল-মামুন, পদক্ষেপের এরিয়া ম্যানেজার আশিষ চন্দ্র শীল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার গোলাম ফারুক।
উপহারের মধ্যে ছিলো ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবন, এক লিটার সয়াবিনের তেল, একটি সাবান, দুটি মাস্কসহ নগদ ২০০ টাকা দেওয়া হয়।