যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে নারীর মৃৃৃৃত্যু

যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসারত অবস্থায় জাহানারা বেগম (৬০) নামে এক নারী মারা গেছেন। তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হলেও এখনো ফলাফল এসে পৌঁছায়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ১৭ মে বেলা একটা ৫০ মিনিটে জাহানারা হাসপাতালে ভর্তি হন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তাকে মহিলা পেয়িং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়। একই সঙ্গে তাকে করোনা আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।

আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে জাহানারা মারা যান। কিন্তু করোনা পরীক্ষার ফল এখনো এসে পৌঁছায়নি বলে জানান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রেহেনেওয়াজ।

মৃত জাহানারা যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আরএমও ডা. আরিফ।

তিনি জানান, সতর্কতার সঙ্গে মরদেহ দাফনের জন্য ওই নারীর স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে।