করোনা ও আম্পান মোকাবেলায় যশোর সেনানিবাসের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত

army news
ঘুর্ণিঝড় আম্পান'র তান্ডবে উপকূলবর্তী ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের বাড়ী বাড়ী জরুরী খাদ্য সহায়তা পৌছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

করোনার প্রকোপে যখন সমগ্র বাংলাদেশ বিপর্যস্ত ঠিক তখনই দেশের উপর দিয়ে বয়ে যায় সুপার সাইক্লোন “আম্পান”। যার প্রভাবে লন্ডভন্ড হয়ে যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। ঘূর্ণিঝড়ে সৃষ্ট এই পরিস্থিতির সামাল দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

এরই ধারাবাহিকতায় ঘুর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ তৎপরতা ও ঘরবাড়ী মেরামতে পাশাপাশি বেড়িবাঁধ সংস্কারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়া পানিবন্দী মানুষদেরকে ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব হতে রক্ষা করতে জরুরী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণসহ অন্যান্য জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

army news
প্রাণঘাতী করোনা সংক্রমন ঠেঁকাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় কাঁচা বাজারগুলোতে নিয়মিত মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাজারগুলোতে মাইকিং এর মাধ্যমে সামাজিক দ্রুত নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা পৌছে দেয়া, ফ্রী চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, শুধুমাত্র করোনা ও আম্পান মোকাবেলায় নয়, জাতীয় যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকারের ডাকে সাড়া দিয়ে মানবিক হৃদয় দিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

army news
সুপার সাইক্লোন “আম্পান” এর তান্ডবে উপকুলবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন শেষে স্থানীয় জনগনের সাথে মতবিনিময় করেন মাননীয় পানি সম্পদ মন্ত্রী। সাথে রয়েছেন যশোর সেনানিবাসের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।