ভেকুটিয়ায় হামলা, লুট ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় মামলা

jessore map

মাদক বিক্রি করতে নিষেধ করায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের শাহজাহানের বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও ভাংচুর করেছে। এসময় চক্রটি নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বাড়ির মহিলাদের শ্লীলতাহানী ঘটায়।

এঘটনায় যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের সলেমান দফাদারের ছেলে শাহজাহান বাদি হয়ে ৯ মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সোমবার কোতয়ালি থানায় মামলা করেন।

আসামীরা হচ্ছে, সদর উপজেলার বড় ভেকুটিয়া কারিগর পাড়ার রওশনের ছেলে তৌহিদুল, সামছুর ছেলে আনিসুল, শরীর ছেলে বিপুল, শহিদুলের ছেলে মনিরুল, সামছুর ছেলে আজিজুল, রওশনের ছেলে ডলার, মোহাম্মদের ছেলে ইমাম, শরিফুলের মামুন ও মৃত মুসার ছেলে দিপুসহ অজ্ঞাতনামা ২/৩ জন।

মামলায় উল্লেখ করা হয়, আসামীরা এলাকায় মাদক বেচাকেনা করে। আসামীদের মাদক বিক্রি করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে গত ৩১ মে বিকেল ৩ টায় শাহজাহানের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করে ও বাড়ির আসবাব পত্র ভাংচুর করে। এ সময় ছোট ভাই শামীম ও তার স্ত্রী পিয়া ঠেকাতে গেলে তাদেরকে মারপিট করে নগদ ২৫ হাজা টাকা ও পিয়াকে শ্লীলতাহানি ঘটিয়ে তার গলা থেকে ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় শামীম ও শাহজাহানকে যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়।