ম্যাজিস্ট্রেট দেখে বর পক্ষের দৌড়, বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

jessore map

যশোরের কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট ইরুফা সুলতানার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৯ম শ্রেণীর এক ছাত্রী।

বুধবার দুপুরে কেশবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের গোপাল সরদারের ৯ম শ্রেণী পড়ুয়া মেয়েকে গোপনে বিয়ে করার উদ্দেশ্যে দেখার নাম করে মেয়ের বাড়ীতে বর বেশে আসেন পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলা গোলাপ মন্ডলের ছেলে রাজু মন্ডল। উভয় পক্ষের দেখাদেখি শেষে গোপনে বিয়ের তোড়-জোড় প্রায় সম্পন্ন।

ঠিক সেই মুহূর্তে সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ মেয়ের বাড়ীতে হাজির হন। নির্বাহী ম্যাজিস্টেট এর উপস্থিতি টের পেয়ে বিয়ে করতে আসা ছেলে ও তার পক্ষের লোকজন দৌড় দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি মেয়ের পিতাকে ডেকে প্রাথমিকভাবে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তার মেয়ের বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন।