যশোরে বিনামূল্যে সবজির চারা ও বীজ বিতরণ

“নিজ আঙিনায় সবজি চাষ সুস্থ থাকি বারো মাস” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর সদরের সহযোগিতায় ও সামাজিক সংগঠন গর্জে ওঠো’র আয়োজনে করোনা কালে বিনামূল্যে সবজির চারা ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয়ে এগারো শত সবজির চারা গর্জে ওঠো’র সভাপতির হাতে তুলে দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম খালিদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শুভাস চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওয়ান নিউজ বিডি’র প্রকাশক আল মামুন শাওন।

gorje othoঅনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন গর্জে ওঠো’র সভাপতি কামাল মুস্তাফা। অনুষ্ঠান পরিচালনা করেন গর্জে ওঠো’র সাধারণ সম্পাদক বোরহান ইউসুফ।

এছাড়াও উপস্থিত ছিলেন গর্জে ওঠো’র প্রচার সম্পাদক তন্ময় দত্ত, অর্থ সম্পাদক মেহেদী হাসান মমিন, অফিস সহকারী মেহেদী হাসান ইমন, সহকারী ক্রিয়া ও স্বাস্থ্য সম্পাদক ইসতিয়াক আবির, সাংস্কৃতিক সম্পাদক তানভীর আহম্মেদ, কে এম নাবিল, ইশমাম শাহারিয়ার, মোতাসিম বিল্লা জিসান, খন্দকার তামিম প্রমুখ।