যশোরের চৌগাছায় বিপুল হোসেন (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুইদিন পর শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বিপুল হোসেন চৌগাছা উপজেলার বড় কাকুরিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, বুধবার বেলা ১১টার দিকে রফিকুল নামে একজন বিপুল হোসেনকে গরু কেনার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিপুলের ভাইয়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তার খোঁজ শুরু করা হয়।
এরপর শুক্রবার সকালে স্থানীয়দের দেয়া তথ্য মতে বেড়গোবিন্দপুর বাওড় সংলগ্ন মুলিখালি এলাকা থেকে বিপুলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।