রংতুলির সুন্দর ও সুস্থ জীবনের প্রত্যাশায় দোয়া চেয়েছেন পিতা সাংবাদিক মুকুল

আজ ৬ জুন, সামিয়া মেহজাবিন রংতুলি ৮ বছরে পা রাখলো। সে ২০১৩ সালের এই দিনে সৃষ্টি কর্তার অসীম কৃপায় দুনিয়ায় এসেছিলো। রংতুলি যশোর অক্সফোর্ড স্টেট ইংলিশ স্কুলে পড়াশুনা করে।

সামিয়া মেহজাবিন রংতুলি যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ এর ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওয়াহাব মুকুল ও গৃহবধু সাবিনা ইয়াসমিন এর কন্যা। সামিয়া মেহজাবিন রংতুলি সুন্দর ও সুস্থ্য জীবনের প্রত্যাশায় সকলের কাছে দোওয়া প্রত্যাশি।