যশোর সদরের রামনগর ইউনিয়নে একটি মাদরাসার অধ্যক্ষকে গুলি করে হত্যা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক দুর্বৃত্তর বিরুদ্ধে। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ মুফতি আব্দুল কাদের আল আমিনী জীবনের নিরাপত্তা দাবি করে যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
তিনি অভিযোগে বলেছেন, তার শ্বশুর আব্দুল ওহাবের কাছে চাচা শ্বশুর ইউসুফ মোল্যা তিন লাখ টাকা পেত। শ্বশুর আব্দুল ওহাব মারা গেলে তিনি ওই টাকার জামিনদার হন। ইতিমধ্যে তিনি দুই লাখ টাকা পরিশোধ করেছেন। বাকী এক লাখ টাকা বর্তমানে করোনা ভাইরাসের কারণে পরিশোধ করতে পারেনি। টাকা পরিশোধ না করতে পারায় চাচা শ্বশুর ইউসুফ মোল্যা স্থানীয় কাজীপুর গ্রামের মোসলেম মোল্যাকে জানান। মোসলেম মোল্যা শনিবার বেলা ১১টার দিকে মুফতি আব্দুল কাদের আল আমিনের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এমনকি গুলি করে হত্যার হুমকিও দেন।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন মুফতি আব্দুল কাদের আল আমিনী।