যশোরে দুর্বৃত্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

যশোরে জামিয়া আশরাফিয়া দারুল মা’আরিফ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল কাদের আল আমিনীকে গুলিকরে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। একই সাথে দুর্বৃত্ত মোসলেম মোল্যাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে মানববন্ধন থেকে।

আজ রোববার দুপুরে সদর উপজেলার রামনগর মোল্লাপাড়া এলাকায় ওই মাদরাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার কুখ্যাত সন্ত্রাসী গডফাদার মোসলেম মোল্লা এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে। সাধারণ মানুষের জমি, বাড়ি, দোকান-পাটসহ ব্যবসা প্রতিষ্ঠান দখলের নেতৃত্ব দিয়ে আসছেন। তার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।