বসুন্দিয়ায় আবাসিক এলাকায় অবৈধভাবে নির্মাণ বরফকল অপসারণের দাবি

যশোরের বসুন্দিয়ায় আবাসিক এলাকায় অবৈধভাবে নির্মাণ বরফকল অপসারণের দাবি করেছে এলাকাবাসী। বুধবার যশোর পরিবেশ অধিদপ্তরের লিখিত আবেদনে এ দাবি জানানো হয়।

এলাকাবাসীর পক্ষে স্থানীয় রফিকুল ইসলাম ওরফে রফিক বিশ্বাস আবেদনটি করেছেন।

অভিযোগে তিনি বলেছেন, যশোর কোতয়ালি থানার ২৪৫ নং বসুন্দিয়া মৌজে বসুন্দিয়া মোড় বাজারস্থ মৌজার আর এস ৫৬২ খতিয়ান ভুক্ত আর এস ৫০৫৪ নং দাগের জমিতে তিনি বসবাস করেন। এলাকাটি এলাকা হওয়ায় তিনি ছাড়াও আরও অনেকেই পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। ওই দাগের আংশিক জমিতে স্থানীয় আনছার আলীর ছেলের কাওছার আলী দেড় বছর পূর্বে বরফকল নির্মাণ করেন। সে সময় তিনিসহ স্থানীয় বাসিন্দারা বরফকল নির্মাণে বাধা দেন। কিন্তু স্থানীয় জনগণের বাধা উপেক্ষা করে কাওছার আলী বরফকল নির্মাণ করেন। এতে করে স্থানীয় পরিবেশ দুষণসহ প্রাণহানি সম্ভবনা দেখা দেয়। বারবার বলা সত্বেও তিনি বরফ উৎপাদন করে আসছেন। বর্তমানে বরফকলের দুর্ষিত গ্যাসে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ওই এলাকায় বসবাসের অনুপযোগি হয়ে পড়েছে। এছাড়া ওই এলাকায় বাজার, ব্যাংক, স্কুল, মাদরাসা রয়েছে। এতে করে যে কোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। অবিলম্বে বরফকলটি অপসারণ করে সাধারণ মানুষের বসবাসের উপযোগি করার দাবি জানিয়েছেন।