যশোরে ৮০ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঝিকরগাছা উপজেলার গঙ্গনন্দপুর গ্রাম থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে গঙ্গানন্দপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মহিদুল ইসলাম (৪২) ও মলয় চক্রবর্তীর ছেলে উজ্জল চক্রবর্তী (৩০)।

ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ জানান, তারা গোপনে খবর পান ঝিকরগাছা গঙ্গানন্দপুর গ্রামে কয়েকজন মাদক কারবারি ফেনসিডিল বিক্রি করছে। এখবরের ভিত্তিতে ১৯ জুন শুক্রবার রাতে তার নেতৃত্বে এস আই সোলায়মান আক্কাস, এ এস আই জাহিদ হাসান, এ এস আই হোসেন আলী ও সংগীয় ফার্সসহ সেখানে অভিযান চালিয়ে মহিদুলের বাড়ি থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাকে আটক করা হয়। ফেনসিডিল গুলি মহিদুলের বসত ঘরের খাটের নীচে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ছিলো। পরে মহিদুলের দেয়া তথ্য অনুযায়ি ফেনসডিলের মালিক উজ্জল চক্রবর্তীকে তার বাড়ি থেকে আটক করা হয়।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় এ এস আই হাসান জাহিদ বাদি হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেন।