যশোরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মামলা

যশোর সদর উপজেলার দেয়াপাড়ার কাজীপাড়া বাউড়কুল গ্রামে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের ছেলে কাজী মনিরুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।

আসামি করা হয়েছে নিহত কাজী নজরুল ইসলামের পঞ্চম ভাই কাজী আব্দুর রাজ্জাককে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদির পিতা কাজী নজরুল ইসলামের সাথে আপন ভাই কাজী আব্দুর রাজ্জাকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। বিরোধপূর্ণ জমি থেকে আমপাড়া নিয়ে গত ২৬ জুন সকালে কাজী নজরুলের সাথে আব্দুর রাজ্জাকের কথাকাটাকাটি হয়। এ সময় আরেক ভাই আব্দুল আলিম উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম ও রাজ্জাকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক তার হাতে থাকা দা দিয়ে নজরুলের হাতে ও ঘাড়ে কোপ দেয়। মারামারির কথা শুনে তিনি (বাদি মনিরুল) সেখানে গেলে রাজ্জাককে পালিয়ে যেতে দেখেন। পরে কাজী নজরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কাজী নজরুল ইসলাম মারা যান।