চলতি মাসে ভারত থেকে দেশে ফিরল ৯৭৯৫ বাংলাদেশি

banapole
পুরাতন ছবি

বিশ্বব্যাপি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভারতে লক ডাউনে দোকানপাট-গণপরিবহন, ট্রেনসহ যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন প্রদেশে আটকা পড়ে বাংলাদেশিরা। তবে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন খোলা থাকায় দুর্ভোগও কষ্ট করে দেশে ফিরছে ভারত থেকে বাংলাদেশি নাগরিক। চলতি মাসের গত ২৭দিনে ফিরেছে ৯৭৯৫জন।

এছাড়া চিকিৎসা শেষে ৯মাস পর ফিরেছে এই চেকপোষ্ট দিয়ে চলতি মাসে আরো ৩ বাংলাদেশি।
করোনার কারনে বন্ধ হয়ে যায় অধিকাংশ বিমান নৌ ও স্থলপথ। বাংলাদেশ ও ভারত থেকে যাত্রী গমনাগমে নিষেধাজ্ঞা দেওয়া হলেও বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশি প্রত্যাগমন সচল থাকে। ভারত থেকে অনেক কষ্টে বাংলাদেশে ফিরছে তারা। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে যাচ্ছে বাড়ীতে। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

তবে যারা অতিরিক্ত সময় পার করে দেশে ফিরছে, তাদের অধিকাংশ চিকিৎসা নিতে যেয়ে সেদেশে আটকা পড়েছিল।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহসিন হোসেন চলতি মাসের গত ২৭দিনে ভারত থেকে ফিরেছে ৯৭৯৫ জন ফিরেছে বলে জানান।