যশোরে নতুন আরো ৪২ জন করোনায় আক্রান্ত

coronavirus jessore map

যশোরে নতুন আরো ৪২ জন করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪১ জন। যশোর জেলায় ২৯ জুন ১শ ১০ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে বুধবার ১০৪টি রিপোর্ট পাওয়া যায়। এ রিপোর্টে নতুন আরো ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

ইতিমধ্যে জেলায় মারা গেছেন ১২ জন। সুস্থ হয়েছেন ১৯২ জন। সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এতথ্য নিশ্চিত করেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, ৩০ জুন যশোরের ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২টি পজেটিভ রেজাল্ট পাওয়া যায়।

এছাড়া মাগুরার ৪৯ টি নমুনা পরীক্ষা করে আটটি পজেটিভ ফল পাওয়া গেছে। এদিন খুলনার দশটি নমুনা পরীক্ষা করা হয়। সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ ও ১১৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে জানান ড. শিরিন নিগার।

এ বিষয়ে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১০৪ টি রিপোর্ট এসেছে এর মধ্যে নতুন ৪২ জনের করোনা পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে।

তিনি বলেন, নতুন ৪২ জনসহ জেলায় এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪১। মারা গেছেন ১২ জন, আর সুস্থ হয়েছেন ১৯২ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, অভয়নগর উপজেলায় ৬জন, ঝিকরগাছা উপজেলায় ৬ জন, শার্শা উপজেলায় ৪ জন, চৌগাছা উপজেলায় ৩ জন নতুন করোনা পজেটিভ এসেছে৷

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিকানা নিশ্চিত হয়ে ওই সব এলাকা লকডাউন করা হবে বলে তিনি জানান।