সাংবাদিক আব্দার রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক কল্যাণের স্টাফ রিপোর্টার ও ঢাকা টাইমসের যশোর প্রতিনিধি আব্দার রহমানের পিতা হাজী মোহাম্মদ আবু বক্কার (৭০) প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য বিতরণ, বাড়িতে কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক আব্দার রহমান জানান, পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৮ জুলাই) আছরবাদ বাড়িতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর শহরের দুইশতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৮ জুলাই বিকেল ৩টা ৪৫ মিনিটে হাজী মোহাম্মদ আবু বক্কার মৃত্যু বরণ করেন।