পাটকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিলের দাবি

পাটকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দুটি বাম দল।
বৃহস্পতিবার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে।

শারীরিক দূরত্ব বজায় রেখে ঘণ্ট্যাব্যাপী মানববন্ধন থেকে নেতারা বলেন, সরকারের পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী। এতে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার বেকার হয়ে যাবে।

তারা বলেন, শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল করা সম্ভব না। তারা জাতীয় স্বার্থবিরোধী এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং পাটকলগুলোকে আধুনিকায়ন করার দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন দলের জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক কৃষ্ণা সরকার, কামরুল হক লিকু, সমীরণ বিশ্বাস, তাইজেল হোসেন প্রমুখ।

একই দাবিতে শহরের ভোলা ট্যাংক রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমিটি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পার্টি অফিসে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, কৃষকনেতা মিজানুর রহমান, সখিনা খাতুন দিপ্তী প্রমুখ।