ঝিনাইদহে আজ নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এপর্যন্ত এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৭৮ জন, সুস্থ ১২৮ জন, মৃত্যুবরণ করেছে ৬ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, আজ শুক্রবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৭ টি নেগেটিভ ও ১২ জন নতুন করে আক্রান্ত।
আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন, শৈলকুপা উপজেলায় ২ জন ও মহেশপুর উপজেলায় ১ জন।করোনায় আক্রান্তদের এলাকা সমুহ হলো ঝিনাইদহ সদর উপজেলায়-৫ জন, নেভী অফিস, দুঃখী মাহমুদ সড়ক, আদর্শপাড়া, পাগলাকানাই, র্যাব ক্যাম্প।কালীগঞ্জ উপজেলায়-৪ জন বাজারপাড়া (নলডাঙ্গা), চাপাইল (নলডাঙ্গা), চাপাইল (নিয়ামতপুর), বলিদাপাড়া (নলডাঙ্গা)।
শৈলকূপা উপজেলায়-২ জন ত্রিপুরা, দুধসর, গোসাইডাঙ্গা,কাতলা গাড়ি ও মহেশপুর উপজেলায়-১ জন পুন্দরপুর, ফতেহপুর।
কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৭৮ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১২৮ জন, মৃত্যুবরণ করেছেন ৬ জন।