যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়া পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ৮০ বোতল ফেনসিডিল ও প্লাটিনা মোটরসাইকেলসহ তরিকুল ইসলাম(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১১জুলাই) সকাল ১১টার সময় শার্শার জামতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের নুর হোসেনের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস ও এস আই মাসুদের নেতৃত্বে জামতলা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ৮০বোতল ফেনসিডিল ও একটি প্লাটিনা মোটরসাইকেলসহ আসামীকে হাতে নাতে গ্রেফতার করে। আটককৃত আসামিকে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালোতে সোপর্দ করা হবে।