বাঘারপাড়ায় করোনায় প্রথম মৃত্যু, লাশ দাফনে খেদমতে খলক ফাউন্ডেশন

যশোরের বাঘারপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু। রোববার (১২ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়।

মৃত তবিবার রহমান (৬০) উপজেলার খাজুরার যাদবপুর গ্রামের মৃত লাল মুন্সীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী ছিলেন।

রোববার তার লাশ দাফন করেন খেদমতে খলক নামে একটি সেচ্ছাসেবী ফাউন্ডেশন। সংগঠনটির যাত্রা শুরুর প্রথম দিনেই মৃত তবিবার রহমানের গোসল, কাফন, জানাযা ও দাফনের ব্যবস্থা করেন। এদিন দিবাগত রাত দেড়টায় মণিরামপুর থেকে ছয় সদস্যের একটি টিম যাদবপুর গ্রামে এসে যথাযোগ্য নিয়মে লাশ দাফনের কার্যক্রম শেষ করেন।

খেদমতে খলক ফাউন্ডেশনের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক মুফতি আজীমুদ্দীনের নেতৃত্বে লাশ দাফনে অংশগ্রহণ করেন সদস্য মুফতি যুবায়ের, মাওলানা যুবায়ের, মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ ইয়াহিয়া।

উল্লেখ্য, গত ৩ জুলাই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাসায় তবিবার রহমান বেড়াতে যান। সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হন। এরপর ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান।