ঝিনাইদহে আজ নতুন করে আরও ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮৯ জন, সুস্থ ১৫২ জন, মোট মৃত্যুবরণ করেছে ১০ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৩ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৫৬ টি নেগেটিভ ও ৩৭ জন নতুন করে আক্রান্ত।
আক্রান্তরা সদর উপজেলা-২০, কালীগঞ্জ উপজেলা-১০, শৈলকুপা উপজেলা-৩, হরিণাকুন্ডু উপজেলায়-২, কোটচাঁদপুর উপজেলা-২। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৮৯ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৫২ জন, মৃত্যুবরণ করেছেন ১০ জন।