যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে বিকেল পাঁচটার সময় শেষ হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার সকাল থেকে কেন্দ্র ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনা কম থাকলেও দলীয় কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্রে উপস্থিতি ছিল ব্যাপক। কোনো কেন্দ্রেই আওয়ামী লীগের প্রার্থীর বাইরে অন্য কোনো দলের পোলিং এজেন্ট বা দলীয় কর্মী-সমর্থকদের তেমন দেখা যায়নি। এমনকি আওয়ামী লীগ প্রার্থীর বাইরে অন্য কারওর পোস্টার, ব্যানার, ফেস্টুনও তেমন চোখে পড়েনি।