ঝিনাইদহে আজ নতুন করে আরও ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪৫ জন, সুস্থ ২৩৫ জন, মোট মৃত্যুবরণ করেছে ১৩ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, আজ সোমবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৪৭ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ২৮ টি নেগেটিভ ও ১৯ জন নতুন করে আক্রান্ত। আক্রান্তরা সদর উপজেলা-১৩, কালীগঞ্জ উপজেলা-২, শৈলকুপা উপজেলা-১, কোটচাঁদপুর উপজেলায়-৩। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন।
সোমবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মূখপাত্র ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকদিন যাবত সাইদুল করিম মিন্টুর করোনার উপসর্গ দেখা দিয়েছিল। রোববার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কুষ্টিয়া ল্যাবে পাঠানো নমুনায় রোববার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।
করোনার শুরু থেকে ঝিনাইদহে ফ্রন্ট লাইনে থেকে কাজ করে যাচ্ছিলেন তিনি। ব্যক্তিগত, পৌরসভার পক্ষ থেকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছিলেন। এছাড়াও করোনায় আক্রান্ত রোগিদের বাড়িতে নিয়মিত খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি। শহরবাসিকে সচেতন রাখতে নিয়মিত মাইকিং, বাইসাইকেল যোগে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সামাজিক দুরত্ব নিশ্চিত করেছেন তিনি। দিয়েছেন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে।