চসিক প্রশাসক হলেন খোরশেদ আলম সুজন

নানা জল্পনা কল্পনার পরিসমাপ্তি করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার ( ৪ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। একই সাথে আগামী ৫ আগস্টই আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বাধীন পরিষদকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

করোনায় স্থগিত হওয়া চসিক নির্বাচন পর, এখনো অনুষ্ঠিত হতে পারেনি চসিক নির্বাচন। এদিকে বর্তমান মেয়র আজম নাছিরের মেয়াদ শেষ হবে যাওয়ার কারনে, কে হচ্ছে চকিস প্রসাশক তা নিয়ে চলে গুঞ্জন। নিজের নেতাদের পক্ষে অবস্থান নিয়ে নগরীর নেতা কর্মীরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায়।

আগামীকাল ৫ আগস্ট শেষ হতে যাচ্ছে চসিকের বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ নছিরের মেয়াদকাল। এবারের নির্বাচনে নাছিরের জায়গায় দলীয় মনোনয়ন পেয়ে লড়তে যাচ্ছেন নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।