ক্যাম্পে ডাক পাওয়া এক যুবা ক্রিকেটার করোনায় আক্রান্ত

BangladeshnCricket Board bcb

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের একজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম ইফতেখারুল ইসলাম ইফতি। পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে দল গঠনের প্রক্রিয়া হিসেবে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ক্যাম্প শুরুর আগে সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার প্রথম ধাপে কেউ করোনায় আক্রান্ত হননি। তবে, দ্বিতীয় ধাপে এসে একজন আক্রান্ত হলেন।

বুধবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। করোনায় আক্রান্ত ইফতিকে আপাতত অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে শুরু হবে প্রাথমিক অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প। এই ক্যাম্পকে সামনে রেখে ৪৫ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে।

তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। প্রথম গ্রুপের ১৫ জন ক্রিকেটারদের সবার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে। সোমবার সবাই ক্যাম্পের জন্য বিকেএসপিতে চলে গেছেন। দ্বিতীয় ধাপে একজন ছাড়া বাকি সবার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে।

আগামীকাল (বৃহস্পতিবার) তৃতীয় ধাপে বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাকে বিসিবির অধীনে অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে রাখা হবে।