অনলাইনেই হচ্ছে বিশ্ব ট্যাঙ্গো চ্যাম্পিয়নশিপ

কোনও প্রতিবন্ধকতাই থামাতে পারেনি বিশ্ব ট্যাঙ্গো চ্যাম্পিয়নশিপের আয়োজন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে হচ্ছে মন মাতানো এই নাচের উৎসব। তবে সামাজিক দূরত্বের এই সময়ে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন অনলাইনে। ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন।

ট্যাংগো উৎসবে মেতেছে আর্জেন্টিনা। তবে নাচের ছন্দে হলরুম নয়, প্রতিযোগীরা মুখর করে তুলছেন অনলাইন প্ল্যাটফর্মকে। বিশ্বের ট্যাঙ্গো জুটিগুলো অনলাইনেই প্রদর্শন করছেন তাদের নৈপুণ্য। করোনাভাইরাস প্রতিরোধে মুখ ঢাকা থাকলেও পা কিন্তু থেমে নেই।

উৎসবের শিল্প নির্দেশক গ্যাব্রিয়েল সোরিয়া বলেন, করোনার থাবা একটুও ম্লান করতে পারেনি উৎসবের রঙ। এমন সাড়া পড়বে, আর এতো অংশগ্রহণকারী মিলবে, এটা অভাবনীয়। সংখ্যাটা ২শ’রও বেশি। আমি সত্যিই অভীভূত। প্রযুক্তি এই বিপদের সময়েও উৎসব আয়োজনে সহায়তা করছে।
শুধু নাচই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ট্যাঙ্গো বাজিয়েরাও অংশ নিচ্ছেন চ্যাম্পিয়নশিপে।

১৮ শতকের শেষদিকে আর্জেন্টিনা ও উরুগুয়েতে জন্ম নেওয়া ট্যাঙ্গো দুনিয়াব্যাপী সমানতালে জনপ্রিয়, ২০০৯ সালে যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়।