ঘ্রাণশক্তি হারনোই কী করোনার চূড়ান্ত লক্ষণ, জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

coronavirus

একজন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিকে আমরা আপাতদৃষ্টিতে কিভাবে শনাক্ত করব? শুরুতে ধারণা করা হত যে একজন কোভিড-১৯ আক্রান্ত রোগী ঘন ঘন হাঁচি-কাশি দিবে, কিন্তু এখন দেখা যায় যে, কোনো লক্ষণ ছাড়াই একজন ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত হতে পারে।

ঘ্রাণ শক্তি হারানো কোভিড-১৯ রোগের একটি লক্ষণ বলে বিবেচনা করা হয়। কিন্তু ঘ্রাণশক্তি হারানো মানেই ওই ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত নয়।
আসুন জেনে নেই বিশেষজ্ঞরা এ ব্যাপারে কী বলেন-

স্নায়ুরোগ বিশেষজ্ঞ জয়ন্ত রায়ের মতে, করোনা রোগীদের সাধারণত স্নায়ুতন্ত্রে প্রভাব পড়ায় ঘ্রাণ শক্তি কিংবা স্বাদের সমস্যা হচ্ছে। অনেকে কোভিড-১৯ থেকে সেরে উঠেও গন্ধের অনুভূতি ফিরে পেতে ২ থেকে ৩ মাস সময় লেগে যায়। ফলে সুস্থ থেকেও একজন ব্যক্তি ঘ্রাণ শক্তি পান না।
তিনি বলেন, অন্য ভাইরাসের ক্ষেত্রেও নাক বন্ধ হয়ে যায় বা নাক দিয়ে পানি পড়লে শ্বাস নিতে সমস্যা হয়।

এ প্রসঙ্গে জনস্বাস্থ্য চিকিৎসক সুর্বণ গোস্বামী বলেন, কোভিড-১৯ এর ক্ষেত্রে শুধু নয়, অনেক ক্ষেত্রে যে কোনও ভাইরাল জ্বরেই স্বাদ-গন্ধ চলে যায়। শুধু স্বাদ-গন্ধ চলে গেলেই কোভিড-১৯ আক্রান্ত এমনটা বলা যাবে না। সঙ্গে আরও কিছু উপসর্গ থাকা প্রয়োজন।