যশোর পতিতাপল্লী থেকে ৮০ হাজার টাকার জালনোটসহ যুবক আটক

যশোর শহরের মাড়ুয়াড়ি মন্দির সংলগ্ন পতিতাপল্লী থেকে ৮০ হাজার টাকার জাল নোটসহ অপূর্ব বিশ্বাস নয়ন (২৩) নামে এক যুবককে আটক করেছে যশোর সদর ফাঁড়ি পুলিশ।

নয়ন নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কন্দুশী মালোপাড়ার নবদ্বীপ বিশ্বাসের ছেলে।

সদর পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম মুন্সী জানিয়েছেন, ১৬ অক্টোবর শুক্রবার রাতে গোপন সূত্রে জানতে পারি এক যুবক পতিতাপল্লীর ৩ নম্বর গলির ঝর্ণার ঘরে অবস্থান করছে। তিনি রাত ১০টার দিকে সেখানে গিয়ে নয়নকে আটক করেন। তার কাছে থাকা পিঠে ঝুলানো ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকার ৮০টি নোট উদ্ধার করা হয়। ওই টাকা সম্পূর্ণ জাল। প্রত্যেক নোটে বঙ্গবন্ধুর অস্পষ্ট ছবি। আবার একটি নম্বর একাধিক নোটে ছাপানো আছে। নয়ন জালনোট সিন্ডিকেটের সদস্য বলে পুলিশ জানতে পারে। এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।