র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার ২ নভেম্বর) সকালে যশোরের শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়স্থ হোটেল রাজের সামনে একটি প্রাইভেট কার থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় ফেনসিডিল নিজ দখলে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোরের শার্শা উপজেলার যাদবপুর পাড়ার আব্দুল মাজেদের ছেলে সবুজ ও একই উপজেলার দক্ষিণ বুরুজ বাজানের মৃত সেফাতুল্যার ছেলে আব্দুল আজিজ।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে বলা হয়েছে, সোমবার ২ নভেম্বর সকালে র্যাবের একটি টহল টিম নাভারণ সাতক্ষীরা মোড়স্থ হোটেরল রাজের সামনে থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-১২-৭৪৭৯) থামায়। কারের মধ্যে থাকা সবুজ ও আব্দুল আজিজকে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে প্রাইভেট কারের মধ্যে থাকা ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল ও গ্রেফতারকৃত আসামীদের শার্শা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।