মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বেনাপোল পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
এতে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার। বক্তব্য রাখেন শার্শা উপজেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান, প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন আলম, বেনাপোল পৌর আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি রহমত আলী, পৌর আওয়ামীলীগ এর সিনিয়র সদস্য মোজাফফার হোসেন, মতিয়ার রহমান মধু, পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, শার্শা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি আশরাফুল আলম লিটন বলেন, পাকিস্থানীদের দোসররা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরাজয় মেনে নিতে পারেনি। তাই তারা আওয়ামী লীগের মধ্যে তথা সরকারের ছত্রছায়ায় ঘাপটি মেরে থেকে ৭৫ এর ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। আর এই খুনি চক্রের প্রধান হোতা খন্দকার মোশতাক আহম্মেদ ও জিয়াউর রহমানের নির্দেশনায় জেল খানায় জাতীয় ৪ নেতাকে বর্বর ভাবে হত্যা করা হয়।