বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি : রণজিৎ রায় এমপি

যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। আবহমান কাল থেকেই এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। আমাদের মূল শক্তি হলো বাঙালি জাতিসত্তা। জাতি হিসেবে আমরা বাঙালি। প্রত্যেক ধর্মের মানুষ স্ব-স্ব ধর্ম পালন করলেও উৎসবের আনন্দ সব ধর্মের মানুষ উদযাপন করে থাকি।

বুধবার (০৪ নভেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের ধান্যপুড়া গ্রামবাসীর আয়োজনে গ্রামের সার্বিক উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুরে গ্রামে পৌঁছালে রণজিৎ রায়কে ফুলেল শুভেচ্ছা জানান গ্রামবাসী। মতবিনিময় সভায় তিনি আলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের রুপরেখা তুলে ধরেন। এ সময় গ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে গ্রামবাসীর কাছে রণজিৎ রায় তার পরিকল্পনা পেশ করেন। ধান্যপুড়া জামে মসজিদটি আধুনিকায়ন করতে ব্যক্তিগত তহবিল থেকে ২০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন।

বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মজিদ মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বন্দবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আলীগ নেতা শওকত হোসেন মণ্ডল, চণ্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। যুবলীগ নেতা লিটন হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ধান্যপুড়া মসজিদ কমিটির কোষধ্যক্ষ গোলাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্দবিলা ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী গোলাম ফারুক, উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা, মসজিদ কমিটির সভাপতি আল-আমিন মণ্ডল।

এ সময় আলীগ নেতা আবুল হোসেন, মহিউদ্দীন মণ্ডল, ইসমাইল হোসেন, লিন্টু রায়, শিহাব জোয়াদ্দার, যুবলীগ নেতা রাজু আহম্মেদ, সুজন বিশ্বাস, মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানা, ছাত্রলীগের সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।