ক্রীড়া প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষার পর রবিবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে শনিবার সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।

সংসদ মেডিকেল সেন্টারের ডা. মো. জাহিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাহিদ বলেন, শনিবার যাদের নমুনা নেয়া হয়েছে, তাদের মধ্যে শুধু একজন এমপি করোনা পজিটিভ। তবে সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মুঠোফোনে (এসএমএস) বার্তা পাঠিয়ে তাদের বিষয়টি জানানো হয়।

দেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয় ৮ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অধিবেশনে এখন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা চলছে। রবিবার এ আলোচনা শেষ হওয়ার কথা। এ অধিবেশন উপলক্ষে নমুনা নেয়ার পর অন্তত ১৬ জনের ফল পজিটিভ এসেছে।