পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, বিদ্যুৎহীন সিলেট

সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায়সহ অন্যান্য যন্ত্রাশের ক্ষতি হওয়ায় সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১টায় আগুন নিয়ন্ত্রণে এলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে গ্রিডের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। তেল সরবরাহের ইউনিটসহ বিদ্যুতের তিনটি ইউনিট পুড়ে গেছে। এতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মেশিন ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।